আমুদরিয়া নিউজ: মাসের শুরুতে একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ১ আগস্ট থেকে, প্রধান মেট্রো শহরগুলিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৩টাকা ৫০ পয়সা কমানো হচ্ছে। ফলে আজ থেকে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম পড়বে ১৭৩৬ টাকা, যা আগে ১৭৬৯ টাকা ছিল। দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬৩১.৫০ টাকা হবে। এনিয়ে পর পর কয়েকমাস দাম কমল গ্যাসের।তবে ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
