আমুদরিয়া নিউজ: থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের বাজারে নির্বিচারে গুলি বন্দুকবাজের। তাতে নিহত অন্তত ছ’জন। পুলিশ জানিয়েছে, হামলাকারী নিজেও ওই গুলিতেই আত্মঘাতী হয়েছেন। জানা গিয়েছে, সোমবার সকালে ব্যাংককের অর টর কর বাজারে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই সময়ে আচমকা এক যুবক ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অন্তত ৬ জন। সূত্রের খবর, মৃতদের মধ্যে চারজন ওই বাজারের নিরাপত্তারক্ষী। শুধু তাই নয়, হামলা চালানোর পর অভিযুক্ত যুবকও নিজেকেও শেষ করে দিয়েছেন। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।