আমুদরিয়া নিউজ: চলতি বছরে এক ধাক্কায় প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস)। রবিবার সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বজুড়ে তাদের মোট কর্মী সংখ্যার ২ শতাংশ ছাঁটাই করা হবে। সূত্রের খবর, জুনিয়র স্টাফ নয়, মূলত মাঝারি ও সিনিয়র স্তরের কর্মীদেরই ছাঁটাই করা হবে। সংস্থা সূত্রে খবর কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন স্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। সেই কারণেই কর্মী ছাঁটাই। যদিও টিসিএস সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর কে কৃতিবাসন সম্পূর্ণভাবে এআই-কে দোষ দিতে চাননি। ধীরে ধীরেই কর্মী ছাঁটাই করা হবে এবং যাদের ছাঁটাই করা হবে, তাদের অন্য জায়গায় কর্মসংস্থান জোগাড়ের জন্যও পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে বলেই তিনি জানিয়েছেন।
