আমুদরিয়া নিউজ: ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করল আমেরিকা। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে রবিবার বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওই বৈঠকের পরেই দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির কথা ঘোষণা করেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, ‘এটা খুবই শক্তিশালী চুক্তি। এটা খুব বড় সমঝোতা। এটা সমস্ত চুক্তির মধ্যে সবচেয়ে বড়।’ জানা যাচ্ছে, এই বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে ইউরোপীয় ইউনিয়নকে সময়সীমা বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। জানিয়ে দেওয়া হয়, ১ আগস্টের মধ্যে যুক্তি সম্পন্ন না করলে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে তাদের উপর। সেকথা মাথায় রেখেই তড়িঘড়ি রবিবার চুক্তিতে সাক্ষর করা হয়। নয়া চুক্তি অনুযায়ী, স্টিল ও অ্যালুমিনিয়াম বাদে ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে আমেরিকা। পাশাপাশি ইইউকে আমেরিকা থেকে ৭৫০ বিলিয়ন ডলারের জ্বালানি কিনতে হবে। পাশাপাশি চুক্তির শর্ত অনুযায়ী ইইউকে আমেরিকায় ৬০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে হবে।
