আমুদরিয়া নিউজ: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নকভি সমাজমাধ্যমে জানিয়েছেন একথা। নকভি লিখেছেন, ‘‘আমি আনন্দের সঙ্গে পুরুষদের এশিয়া কাপের তারিখ নিশ্চিত করছি। ২০২৫ সালের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহিতে হবে। ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতা। আমরা ক্রিকেটের এক দর্শনীয় প্রদর্শনীর জন্য অপেক্ষা করছি। প্রতিযোগিতার বিস্তারিত সূচি শীঘ্রই প্রকাশিত হবে।’’ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান— মোট আটটি দলকে নিয়ে হবে এশিয়া কাপ। ভারত-পাকিস্তান কবে মুখোমুখি হবে, এখনও সেটা ঘোষণা হয়নি। এমনকী গ্রুপবিন্যাস কী হবে তাও জানানো হয়নি।