আমুদরিয়া নিউজ: গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে সটান গিয়ে নদীতে পড়লেন এক মহিলা। শুক্রবার নভি মুম্বইয়ের ঘটনা। ওই মহিলা জানিয়েছেন, গুগল ম্যাপ দেখে মহারাষ্ট্রের বেলাপুর থেকে উলওয়ে যাচ্ছিলেন তিনি। উলওয়ের কাছে এসে একটি ব্রিজের উঠতে যাওয়ার সময় তাঁকে পাশের একটি রাস্তা দিয়ে যাওয়ার জন্য দেখানো হয়। সেই মতো গাড়ি নিয়ে ওই রাস্তায় যান তিনি। এরপরই হঠাৎ গাড়ি-সহ নদীতে পড়ে যান তিনি। ঘটনাটি চোখে পড়েছিল সেখানে উপস্থিত সমুদ্র নিরাপত্তারক্ষীদের। তাঁরা দ্রুত মহিলাকে উদ্ধার করেন খাদ থেকে। ক্রেন এনে তোলা হয় গাড়িও। গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে আগেও একাধিকবার দুর্ঘটনার খবর মিলেছে।