আমুদরিয়া নিউজ: নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল তিন মাও নেতার। শনিবার ভোরে ঝাড়খণ্ডের গুমলা জেলার ঘটনা। ঘাঘরা জঙ্গলে মাওবাদীদের একটি দল লুকিয়ে রয়েছে খবর পেয়ে যৌথ অভিযান চালায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী (ঝাড়খণ্ড জাগুয়ার)। এলাকা ঘিরে তল্লাশি শুরু হতেই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলে। পরে সেখান থেকে তিন মাও নেতার দেহ উদ্ধার হয়। বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক।
