আমুদরিয়া নিউজ: জম্মু ও কাশ্মীরে সক্রিয় জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের প্রধান মহম্মদ ইউসুফ শাহ ওরফে সৈয়দ সালাউদ্দিনকে ফেরার ঘোষণা করল শ্রীনগরের আদালত। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আবেদন মেনে শ্রীনগরের বিশেষ আদালত শুক্রবার সালাউদ্দিনকে ‘ফেরারি’ ঘোষণা করে জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানা মেনে নিয়ে আদালতে আত্মসমর্পণ না করলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে। সালাউদ্দিন ১৯৯৩ সাল থেকে পাক-অধিকৃত কাশ্মীরে বসে উপত্যকায় নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাশ্মীরের জঙ্গিগোষ্ঠীগুলির যৌথ মঞ্চ ‘ইউনাইটেড জিহাদ কাউন্সিল’-এর প্রধান পদেও রয়েছে সে। ইতিমধ্যেই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে (ইউএপিএ) ‘ঘোষিত অপরাধী’ বলেছে আদালত। আমেরিকাও সালাউদ্দিনকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে।