আমুদরিয়া নিউজ: দুদিনের সফরে ব্রিটেনে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার লন্ডনে পা রাখেন মোদি। লন্ডনের বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ব্রিটেনের ইন্দো-প্যাসিফিক বিষয়ক বিদেশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট, লন্ডনে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এবং নয়াদিল্লিতে ব্রিটিশ হাইকমিশনার লিন্ডি ক্যামেরন। এই সফরে প্রধানমন্ত্রী দেখা করবেন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। বৈঠকে বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে। সূত্রের খবর, এই সফরেই দু’দেশের মধ্য়ে স্বাক্ষর হবে বহু প্রতীক্ষীত মুক্ত বাণিজ্য চুক্তি। বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোদি বৈঠক করবেন স্টারমারের সঙ্গে। দুই প্রধানমন্ত্রীর আলোচনার পরই হবে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি। যা নিয়ে সাড়ে ৬টার সময়ে সাংবাদিক সম্মেলন করবেন বিদেশসচিব বিক্রম মিসরি। এরপর রাত ৯টা নাগাদ মোদি দেখা করবেন চার্লসের সঙ্গে।
