আমুদরিয়া নিউজ: ১৫ অগস্টের পর গড়বেন নতুন রাজনৈতিক দল। বুধবার এই খবর দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। হুমায়ুন জানিয়েছেন, তাঁর নতুন দল শুধুমাত্র মুর্শিদাবাদ কেন্দ্রীক হবে না। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও নদিয়ার কিছু অংশ মিলিয়ে ৫০-৫২টি আসনে প্রার্থী দিতে চলেছে তাঁর দল। হুমায়ুন স্পষ্ট জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ নেই। ক্ষোভ মূলত জেলা নেতৃত্বকে নিয়ে। তাঁর অভিযোগ, নেত্রীর নির্দেশও মানছে না মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব। হুমায়ুনের বক্তব্য, “দল করে প্রমাণ করতে চাই চাষ বলদ দিয়েই হয় , ছাগল দিয়ে না।” বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে হুমায়ুনের নতুন দল গঠন নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে।
