আমুদরিয়া নিউজ: মঙ্গল বারই দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তার মধ্যেই নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিল নির্বাচন কমিশন। বুধবার এ বিষয়ে কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এরপর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। কমিশন জানিয়েছে, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী তারাই উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবে। উল্লেখ্য, উপরাষ্ট্রপতি পদে পাঁচ বছরের সময়কাল শেষ করেননি ধনকড়। দু’বছর আগেই পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ধনকড়ের উত্তরসূরি অবশ্য পূর্ণ মেয়াদে অর্থাৎ কিনা পাঁচ বছরের জন্যই ওই পদে বসবেন।
