আমুদরিয়া নিউজ: আগামী ২৩ অগাস্ট পর্যন্ত পাকিস্তানের বিমান ভারতের আকাশপথে ঢুকতে পারবে না। মঙ্গলবার এই ঘোষণা করেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলিধর মোহোল। পাকিস্তানও ভারতের বিমান সংস্থাগুলির উপর আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। পাকিস্তান সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ২৪ অগস্ট ভোর ৫.১৯ পর্যন্ত ভারতীয় ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকছে। কোনও সামরিক ও অসামরিক বিমান পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না। গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এই ঘটনার পর দুই দেশই আকাশসীমা বন্ধ করে।
