আমুদরিয়া নিউজ: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানকে একহাত নিল ভারত। বুধবার ইসলামাবাদের বিরুদ্ধে সরব হলেন নয়াদিল্লির স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ। হরিশ বলেন, একদিকে ভারত গণতান্ত্রিক দেশ। আমরা নিজেদের অর্থনীতিকে ক্রমাগত এগিয়ে নিয়ে চলেছি। অন্যদিকে পাকিস্তান হল সেই দেশ যারা ধর্মান্ধতা ও সন্ত্রাসে ডুবে রয়েছে। বেঁচে রয়েছে আইএমএফের ঋণের উপরে। ভারতীয় দূত পাকিস্তানকে কটাক্ষ হেনে আরও বলেন, ‘যার সীমান্তে সন্ত্রাসবাদকে উস্কানি দিয়ে থাকে, প্রতিবেশী সম্পর্ককে নষ্ট করে, এমনকি, আন্তর্জাতিক নিয়মও লঙ্ঘন করে, তাদের সেই দাম অবশ্যই গুনতে হবে। কোনও অবস্থাতেই সন্ত্রাসবাদ সহ্য করা হবে না। ’
