আমুদরিয়া নিউজ: ঢাকায় বিমান ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত ১৬৪ জনের চিকিৎসা চলছে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে। আহতদের বেশির ভাগই শিক্ষার্থী। জানা গেছে, প্রশিক্ষণ চলাকালীন একটি স্কুল ভবনের উপর ভেঙে পড়ে বাংলাদেশের বায়ুসেনার বিমানটি। ভেঙে পড়া মাত্র বিমানটিতে আগুন ধরে যায়। শিক্ষা প্রতিষ্ঠানটির ছাদ ভেঙে বিমানটি বেশ কয়েকটি ক্লাসরুমের উপর পড়ে। পড়ুয়া ও শিক্ষক, শিক্ষা কর্মী মিলিয়ে বেশ কয়েকজন আহত হন। বাংলাদেশ সরকার মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, এই ঘটনায় ঢাকার ওই স্কুল, তার শিক্ষক এবং পড়ুয়াদের যে ক্ষতি হয়েছে, তা ‘অপূরণীয়’। আহতদের দ্রুত আরোগ্যও কামনার পাশাপাশি বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তিনি।
