আমুদরিয়া নিউজ: “আগে জয় শ্রীরাম বলত, এখন বলছে জয় মা দুর্গা-জয় মা কালী বলছে। ছাব্বিশের পর জয় বাংলা বলিয়ে ছাড়ব।” একুশের মঞ্চ থেকে এই ভাষাতেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে একবারের জন্যও শোনা যায়নি রামনাম। উলটে কালী-দুর্গাকে স্মরণ করে সভা শুরু করেছিলেন তিনি। তা নিয়ে বিতর্কও হয়েছিল। সেই ইস্যুকেই হাতিয়ার করলেন অভিষেক। এদিন তিনি আরও বলেন, ‘‘বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়। বিজেপিকে আমরা ছাব্বিশের পর ওই ক্যাম্পে নিয়ে যাব। বিজেপিকে কোনও জায়গা ছাড়া চলবে না।’’ অভিষেকের কথায়, ‘আসামের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কথা বললে তাঁরা বাংলাদেশি। আমি বলছি, ১০০ বার বাংলায় কথা বলুন। গর্ব করে বলুন আপনি বাঙালি। এবার থেকে সাংসদেও বাংলায় কথা বলব। আগে ১০ বার বললে এবার থেকে ৫০০ বার বলব। আমরা বাংলার সন্তান’।
