আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন দক্ষিণী অভিনেতা ফিশ ভেঙ্কট। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। কিন্তু সময় মতো কিডনি দাতা না পাওয়ার কারণে বাঁচানো সম্ভব হল না অভিনেতা ফিশ ভেঙ্কটকে। শুক্রবার মৃত্যু হয় অভিনেতার। ফিশ ভেঙ্কটের আসল নাম মঙ্গলমপল্লি ভেঙ্কটেশ। কমেডি এবং খলনায়ক চরিত্রের জন্য তিনি দক্ষিণী ছবিতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ‘গব্বর সিং’, ‘হিপ্পি’, ‘সুপারস্টার কিডন্যাপ’, ‘আদি’-র মতো ছবিতেও কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
