আমুদরিয়া নিউজ: গত সপ্তাহে কার্লোস আলকারাজকে হারিয়ে উইম্বলডন জয়ী হয়েছেন ইয়ানিক সিনার। সেই জয়ের সঙ্গে সঙ্গে টেনিসের ‘বিগ ফোরে’র কীর্তি স্পর্শ করলেন ইয়ানিক সিনার। ১২ হাজার এটিপি পয়েন্ট হয়ে গেল তাঁর। এই কীর্তি রয়েছে রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারের। ডোপিংয়ের কারণে তিন মাস নির্বাসিত ছিলেন সিনার। তার পরেও ১২ হাজার র্যাঙ্কিং পয়েন্ট হয়ে গিয়েছে তাঁর। টানা ৫৮ সপ্তাহ তিনি রয়েছেন এক নম্বরে। গত মাসে ফরাসি ওপেনের ফাইনালেও উঠেছিলেন সিনার। আলকারাজ়ের কাছে হেরে যান। ১৯৯৫ সালের পর পঞ্চম খেলোয়াড় হিসাবে প্রতিটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার নজির গড়েছেন সিনার। গত বছর তিনি আটটা এটিপি খেতাব জিতেছিলেন। এ বছর শুরু করেছেন অস্ট্রেলিয়ান ওপেন জয় দিয়ে।