
আমুদরিয়া নিউজ : এপিজে আব্দুল কালাম আর আইজ্যাক নিউটনের মধ্যে কী কোনও মিল আছে ?
কিম্বা সলমন খান আর রানি প্রথম এলিজাবেথের মধ্যে?
প্রথম প্রশ্নটায় হয়তো কিছু দূর এগোনো যাবে।
আব্দুল কালাম আর নিউটন দুজনেই বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন।
কিন্তু রানি প্রথম এলিজাবেথ আর সালমান খান বললে উত্তর হাতড়াতে হবে।
তবে একটু স্মার্ট অ্যানসার দেওয়া যেতে পারে। সলমন আর এলিজাবেথ রাজত্ব চালাতেন দু’জনেই। একজন রুপোলি পর্দায়, আর একজন সিংহাসনে।
তবে ওই চারজনকেই এক সূত্রে বাধা যায়।
যুক্তিটা হল, ওঁদের কেউই কোনওদিন দস্তুরমতো সাত পাকে বাঁধা পড়েননি। তবে ওঁরা শুধুমাত্র কেবল সেই মানুষ নন যাদের সংসার করা হয়নি। ওঁদের মতো আরও ব্যক্তিত্ব ছিলেন। বিয়ে যেন তাঁদের জীবনের তালিকায় ছিল না। কেউ প্রেমে ব্যর্থ হয়ে, কেউ আদর্শে অটল থেকে, কেউ আবার নিজের কেরিয়ার বা দেশের প্রতি দায়িত্ববোধের কারণে সারাজীবন বিয়ের পথে হাঁটেননি। নীচে এমন কিছু বিখ্যাত ব্যক্তিত্বের গল্প বলা হল যাঁরা বিয়ে না করেও গড়ে তুলেছেন এক অনন্য জীবন। কেউ বিয়ে করেও সংসার করেননি।

১. সলমন খান
বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর। সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে প্রায় ঠিক হয়েই গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যায়। তারপর একে একে সোমি আলি, ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ—সব প্রেমেই থাকল শুধুই ‘প্রেম’। সলমন নিজেই বলেন, ‘আমি খুশি আছি।’

২. রানি এলিজাবেথ প্রথম
‘আমি আমার দেশকে বিয়ে করেছি’ এই কথাটা শুধু বিখ্যাত নয়, তাঁর জীবনদর্শনেরই পরিচয়। একাধিক রাজা-রাজপুত্র প্রস্তাব দিলেও তিনি দেশের প্রতি কর্তব্যকেই প্রাধান্য দিয়েছিলেন।

৩. এ.পি.জে. আবদুল কালাম
‘মিসাইল ম্যান’ দেশের জন্য তাঁর সবটা উজাড় করে দিয়েছেন। তিনি বলতেন, ‘বিয়ে করলে আমি হয়তো দেশের জন্য এতটা কাজ করতে পারতাম না।’ বিজ্ঞান, শিক্ষা, নীতি। তিনি যেন একাকীত্বের মধ্যেও পরিপূর্ণতার পরিচয়।

৪. রতন টাটা
তাঁর জীবনের প্রেমভঙ্গও এক যুদ্ধের ফল। ১৯৬২-র চিন-ভারত যুদ্ধের সময় প্রেম ভেঙে যায়, আর তারপর থেকে আমৃত্যু তিনি একা। ৮০ পেরিয়েও অবিবাহিত থাকা এই শিল্পপতির কথা বললেই সম্মানের সাথে উঠে আসে ‘সত্যবাদী’ ও ‘সহজ জীবন’।

৫. লতা মঙ্গেশকর
বাংলা হোক বা হিন্দি, তাঁর গলায় মানুষ প্রেম খুঁজে পেয়েছে। কিন্তু নিজের জীবনে প্রেম থাকলেও বিয়ে ছিল না। সংগীতই ছিল তাঁর স্বামীস্বরূপ।

৬. আইসাক নিউটন
বিজ্ঞানই ছিল প্রেম। আপেল পড়ার চেয়ে বেশি কিছু তাঁর হৃদয়ে জায়গা পায়নি। গবেষণার মাঝে তিনি কখনও কাউকে ভালোবাসার সুযোগই দেননি।

৭. অপেরা উইনফ্রে
মিডিয়া জগতের রানী। বহু বছরের সঙ্গী থাকলেও বিয়ে করেননি। নিজেই বলেছেন, ‘বিয়ে করলে হয়তো আলাদা হয়ে যেতাম। সম্পর্কটা টিকেছে কারণ বিয়ে করিনি।’

৮. নিকোলা টেসলা
‘নারী যদি আমার হৃদয় জয় করে, বিজ্ঞানকে ভুলে যাব’ এই বিশ্বাসেই সারাজীবন বৈদ্যুতিক গবেষণায় মগ্ন ছিলেন। তার হৃদয়ের বিদ্যুৎ প্রেমের আলো জ্বালাতে পারেনি।

৯. জেন অস্টেন
তাঁর উপন্যাসে প্রেম থাকলেও জীবনে ছিল একাকীত্ব। বিয়ে নিয়ে সমাজ ও পারিবারিক চাপে পড়ে প্রেম বিসর্জন দেন। কিন্তু সাহিত্যে তিনি অমর হয়ে ছিলেন।

১০. গৌতম বুদ্ধ
বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু সত্যের সন্ধানে সংসার ত্যাগ করেন। এরপর সারাজীবন পালন করেন ব্রহ্মচর্য।
প্রতিবেদক : অরিৎ চক্রবর্ত্তী আমুদরিয়ার কনটেন্ট রাইটার ও ভিডিও এডিটিং বিভাগে যুক্ত।