আমুদরিয়া নিউজ: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে উদ্ধার হল ম্যানেজারের ঝুলন্ত দেহ। মহারাষ্ট্রের পুণের বারমতীর ঘটনা। মৃতের নাম শিবশংকর মিত্র। দেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও মিলেছে। সেখানে কাজের চাপকেই দায়ী করেছেন তিনি। জানা গিয়েছে, গত ১১ জুলাই তিনি ব্যাঙ্কের চিফ ম্যানেজারের পদ থেকে ইস্তফা দেন। কাজের চাপের জন্যই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন শিবশঙ্কর। ইস্তফা দেওয়ার পরে নোটিস পিরিয়ডে কাজ করছিলেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে ব্যাঙ্কের বারমতী শাখা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হস্পতিবার কাজের সময় শেষ হলে ব্যাঙ্কের অন্য কর্মীদের বাড়ি চলে যেতে বলেন শিবশঙ্কর। এরপর রাত ১০টা নাগাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। ওই দিন বিকেলেই এক সহকর্মীকে দড়ি এনে দিতে বলেছিলেন শিবশঙ্কর। ব্যাঙ্কের সিসি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়েছে। তদন্তে নেমেছে পুলিশ।