আমুদরিয়া নিউজ: আইআইটি খড়্গপুরে ফের পড়ুয়ার রহস্যমৃত্যু। শুক্রবার ক্যাম্পাসের হস্টেল থেকে উদ্ধার হয়েছে ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। মৃত রিতম মণ্ডল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিল বলে খবর। কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা ছিলেন রিতম। জানা গিয়েছে, এদিন সকাল থেকেই তাঁর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অন্যান্য পড়ুয়া তাঁকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তার দেহ উদ্ধার করে। এই নিয়ে চলতি বছরে মোট চারজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল।
