আমুদরিয়া নিউজ: সেনাবাহিনীর গোপন তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে তুলে দেওয়ার অভিযোগে ভারতীয় সেনার জওয়ানকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম নাম দেবেন্দ্র সিং। তিনি পাঞ্জাবের সাঙ্গরুর জেলার নিহালগড় গ্রামের বাসিন্দা। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরি থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশের স্টেট স্পেশাল অপারেশন সেল (এসএসওসি)। অভিযোগ, পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স-এর (আইএসআই) হাতে গোপন সামরিক তথ্য তুলে দিতেন দেবেন্দ্র। দিনকয়েক আগেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রাক্তন সেনাসদস্য গুরপ্রীত সিংহ ওরফে গুরি ওরফে ফৌজিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গুরপ্রীতকে জেরা করেই দেবিন্দরের কথা জানতে পারেন তদন্তকারীরা। আপাতত তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।