আমুদরিয়া নিউজ: আরজি করের নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার অভিযোগ ওঠে কলকাতার তদানীন্তন পুলিশ কমিশনার বিনীতের বিরুদ্ধে। তা নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় কলকাতা হাইকোর্টে চিঠি পাঠিয়ে ক্ষমা চাইলেন বিনীত। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিনীত যেহেতু চিঠি লিখে ক্ষমা চেয়েছেন, তাই মামলাটির নিষ্পত্তি করা হল। আদালত এ বিষয়ে আর হস্তক্ষেপ করতে চাইছে না। প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলার তদন্ত চলাকালীন এক সাংবাদিক বৈঠকে নির্যাতিতার পরিচয় প্রকাশ করে ফেলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তারপরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। আদালতের পর্যবেক্ষণ, যেহেতু বিনীত গোয়েল স্বীকার করেছেন যে নির্যাতিতার নাম বলে ফেলাটা অনিচ্ছাকৃত ছিল এবং তিনি নিজের ভুল বুঝে নিয়েছেন, তাই আর নতুন করে তাঁকে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। মামলার নিষ্পত্তি করে রাজ্য পুলিশের ডিজিকে আদালতের পরামর্শ, এমন ব্যাপারে বাহিনীকে আরও বেশি প্রশিক্ষণ দেওয়া বা ওয়ার্কশপ করানোর দরকার আছে।
