আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জানিয়েছেন, আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। সেটাই হবে দেশের হয়ে তার শেষ ম্যাচ। ম্যাচ দুটি হবে রাসেলের ঘরের মাঠ জামাইকার সাবিনা পার্কে। প্রসঙ্গত, টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার সাত মাস আগেই অবসর নিচ্ছেন রাসেল। বুধবার একটি বিবৃতিতে তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ কেমন সেটা শব্দে বোঝাতে পারব না। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম গর্বের বিষয়। ওয়েস্ট ইন্ডিজের জার্সি আমাকে আরও উন্নত ব্যাটার বানিয়েছে। ক্যারিবিয়ান থেকে আগামী দিনে যেসমস্ত ক্রিকেটার উঠে আসবে তাদের রোল মডেল হয়েই অবসর নিতে চাই।’ দেশের জার্সিতে দু’বার টি-২০ বিশ্বকাপ জিতেছেন রাসেল। দিনকয়েক আগে নিকোলাস পুরানও অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।