আমুদরিয়া নিউজ: শীঘ্রই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত হতে পারে। বুধবার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা ইন্দোনেশিয়ার সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করেছি। এখন ওদের বাজারে আমাদের পূর্ণ প্রবেশাধিকার রয়েছে। ভারতের ক্ষেত্রেও তেমনই একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। ভারতও একই পথে এগোচ্ছে। ওদের বাজারেও আমরা প্রবেশাধিকার পেতে চলেছি। সূত্রের খবর, পারস্পরিক শুল্কের হার ২০ শতাংশের নিচে রাখতে চলেছে ভারত-আমেরিকা। তবে বেশ কিছু পণ্যে শুল্ক চাপানো নিয়ে এখনও একমত হতে পারেনি দুই দেশ। বর্তমানে ভারতের বাণিজ্য মন্ত্রকের একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে এই চুক্তি নিয়ে পরবর্তী পর্যায়ের আলোচনায় অংশ নিচ্ছে। এখন দেখার কতদিনে দুই দেশ ঐকমতে পৌছয়।
