আমুদরিয়া নিউজ: জোরাল ভূমিকম্প আঘাত হানল আমেরিকার আলাস্কায়। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। ভূমিকম্পের জেরে জারি হয়েছে সুনামি সতর্কতা। স্থানীয় সময় দুপুর ২টো ৩৭ মিনিটে (ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার রাত ২টো ৭ মিনিটে) এই ভূমিকম্প হয়। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দ্বীপ শহর স্যান্ড পয়েন্ট থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ২০.১ কিলোমিটার গভীরে। তবে ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্প হয় আলাস্কা পেনিনসুলায়। মাটি থেকে ৩৬ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের তীব্রতা মাথায় রেখেই দক্ষিণ আলাস্কা এবং আলাস্কা উপদ্বীপ জুড়ে সুনামি সতর্কতা জারি করেছে ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার। আলাস্কা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলের অন্তর্গত হওয়ায় এলাকাটি বিশ্বে অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।
