আমুদরিয়া নিউজ: চাকরিপ্রার্থীদের আবেদন খারিজ হয়ে গেল। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নয়া বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ২০২৫ সালের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি খারিজ করার আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বুধবার তা খারিজ করে দিয়েছে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। ২৬ হাজার চাকরি বাতিলের পর শীর্ষ আদালতের নির্দেশে নয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। কিন্তু তা নিয়ে একাধিক মামলা দায়ের করা হয় হাইকোর্ট। মামলাকারীদের দাবি ছিল, নিয়োগ প্রক্রিয়ার বিধি ২০১৬ সালের মতোই করতে হবে। উল্লেখ্য, নয়া বিধিতে বলা হয়েছিল, এ বার ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, আগে যা ৫৫ নম্বরের ছিল। শিক্ষাগত যোগ্যতার উপরে ৩৫ নম্বরের পরিবর্তে রাখা হয়েছিল সর্বোচ্চ ১০ নম্বর। ইন্টারভিউয়ের ক্ষেত্রে ১০ নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতা এবং ‘লেকচার ডেমনস্ট্রেশন’-এর উপর সর্বোচ্চ ১০ নম্বর করে রাখা হয়েছিল। শুধু তা-ই নয়, ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাবে যাঁদের বয়স সর্বোচ্চ ৪০ বছর, তাঁরাই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন বলেও জানিয়েছিল এসএসসি। বুধবার এসএসসির সেই সিদ্ধান্তই মেনে নিল উচ্চ আদালত। চাকরিপ্রার্থীদের আবেদন খারিজ করে হাই কোর্ট জানিয়েছে, ২০২৫ সালের নতুন নিয়োগবিধি মেনেই হবে পরীক্ষা। যদিও আগের নির্দেশ অনুযায়ী, ‘চিহ্নিত অযোগ্য’রা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না।
