আমুদরিয়া নিউজ: বাবা-মা হলেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবানী। মঙ্গলবার রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। হাসপাতাল সূত্রে খবর, মা ও মেয়ে দু’জনেই সুস্থ। শোনা যায়, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি শেরশাহর শুটিং ফ্লোর থেকেই প্রেম শুরু কিয়ারা ও সিদ্ধার্থের। ২০২৩ সালে জৈসলমেরে ধুমধাম করে বিয়ে হয় তাদের। চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানিয়েছিল এই সেলেব কাপল। তারপর থেকেই সিড-কিয়ারার অনুগামীরা সুখবরের অপেক্ষায় ছিলেন। সেই সুখবর মিলতেই অনুগামী এবং বন্ধুবান্ধবদের শুভেচ্ছায় ভাসছেন বলি সেলেব।