আমুদরিয়া নিউজ: ক্যানসার, ডায়াবিটিস-সহ অত্যাবশ্যকীয় ৭১টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তির মাধ্যমে নয়া মূল্য প্রকাশ করেছে কেন্দ্র। জানা গিয়েছে, নির্দিষ্ট কিছু ওষুধ প্রস্তুতকারী সংস্থার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে। যেমন- ‘ট্রাস্টুজ়ুমাব’ নামে একটি ওষুধ যা মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার এবং গ্যাস্ট্রিক ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ওষুধটির দাম বেঁধে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাজারে ভায়াল পিছু এই ওষুধের দাম ১১ হাজার ৯৬৬ টাকা। অন্যদিকে, পেপটিক আলসারের চিকিৎসায় ব্যবহৃত ‘টরেন্ট ফার্মাসিউটিক্যাল্স’-এর একটি ওষুধের প্রতিটি ট্যাবলেটের দাম পড়বে ১৬২ টাকা ৫০ পয়সা। এছাড়া ডায়াবিটিস চিকিৎসায় ব্যবহৃত কিছু সংস্থার ২৫টি ওষুধেরও দাম বেঁধে দেওয়া হয়েছে। কিছু সংস্থার প্যারাসিটামল ওষুধের দামও বেঁধে দেওয়া হয়েছে। ওষুধের মূল্য নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থা ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (এনপিপিএ) এই দাম ধার্য করেছে বলে খবর।