আমুদরিয়া নিউজ: ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’-দের তালিকা প্রকাশ ও রিভিউ পিটিশনের মাধ্যমে হারানো চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার নবান্ন অভিযানে নেমেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সোমবার হাওড়া বঙ্কিম সেতু থেকে নামার পর মিছিল আটকে দেয় পুলিশ। কিন্তু গার্ডরেল সরিয়ে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তি শুরু হয় আন্দোলনকারীদের। হাওড়া ময়দান হয়ে মল্লিক ফটকের কাছে মিছিল ঢুকতেই পুলিশ রুখে দেয় আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের। ‘যোগ্য’ চাকরিহারাদের শুরু থেকেই দাবি ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান তাঁরা। তবে শেষমেশ জানানো হয় চাকরিহারা আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন রাজ্যের মুখ্যসচিব। ২০ জন প্রতিনিধিকে নবান্নে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়েছে।
