আমুদরিয়া নিউজ: ১৮ জুলাই দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় আমন্ত্রণ পেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য। এরই মধ্যে সোমবার দিলীপের কাছে পৌঁছে গেল আমন্ত্রণপত্র। অর্থাৎ বঙ্গ বিজেপিতে শমীক জমানা শুরু হতেই দিলীপের গুরুত্ব বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য, এর আগে মোদির আলিপুরদুয়ারের সভায় ডাক পাননি দিলীপ ঘোষ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভাতেও দিলীপ ছিলেন না। এমনকি রাজ্য বিজেপি সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার জন্য অনুষ্ঠান মঞ্চেও ছিলেন না প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। কিন্তু শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার সময়েই তিনি জানিয়েছিলেন, দল চলবে ‘পুরনো-নতুন’ সবাইকে নিয়েই। আর তারই প্রতিফলন দেখা গেল এই আমন্ত্রণে।
