আমুদরিয়া নিউজ: সোমবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জ। সোমবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬.৫। তবে জার্মানির ভূকম্পন জরিপ সংস্থার দাবি, রিখটার স্কেলে ৬.৮ মাত্রার কম্পন অনভূত হয়েছে। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে ১৭৯ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি হয়েছে। ওই কম্পনে সুনামির কোনও সতর্কতা এখনও জারি হয়নি। ভূমিকম্পের পরে প্রাথমিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-কে কেন্দ্র করে অবস্থান ইন্দোনেশিয়ার। এই অঞ্চলে টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে ঘন ঘন ভূমিকম্প হয়। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতেও ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ৭.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
