আমুদরিয়া নিউজ: যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এ বার প্রতিটি ট্রেনের কামরায় বসতে চলেছে সিসিটিভি। রবিবার রেল জানিয়েছে, লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেন, সব ক’টি ট্রেনের কামরাতেই বসানো হবে সিসিটিভি ক্যামেরা। উত্তর রেলের আওতায় থাকা লোকো ইঞ্জিন এবং কামরায় পরীক্ষামূলক ভাবে সিসি ক্যামেরা লাগানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে বলে রেল সূত্রে খবর। আর তাতে সাফল্যও মিলেছে। এ বার রেলের সব জ়োনের কোচ এবং লোকো ইঞ্জিনে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে অশ্বিনী বৈষ্ণবের মন্ত্রক। রেল সূত্রে খবর, খুব শীঘ্রই ১৫ হাজার লোকোমোটিভ এবং ৭৪ হাজার কোচে সিসি ক্যামেরা লাগানো হবে। প্রতিটি কোচে ৪টে সিসি ক্যামেরা লাগানো হবে। লোকোমোটিভে থাকবে ছ’টি নজরদার কামরা। ইঞ্জিনে ছ’টি সিসিটিভি বসানো হবে। তবে যাত্রীদের গোপনীয়তা রক্ষার জন্য, কেবল কামরায় ঢোকার মুখেই সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
