আমুদরিয়া নিউজ : ভারতের বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব হর্ষবর্ধন শ্রিংলা রাষ্ট্রপতির মনোনীত হিসেবে রাজ্যসভার সাংসদ হলেন। তিনি গত লোকসভা ভোটে দর্জিলিং লোকসভা ভোটে দাঁড়াবেন বলে অনেকেই ভেবেছিলেন। তা নিয়ে অনেক প্রচারও হয়েছিল। কিন্তু, আগের সাংসদ রাজু বিস্ত ফের বিজেপির টিকিট পান এবং জেতেন। এবার সেই হর্ষবর্ধন সিংলাকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি।