আমুদরিয়া নিউজ: শনিবার আহমদাবাদের বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত-রিপোর্ট প্রকাশ করেছে তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। তা থেকে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিমানের জ্বালানির সুইচের স্থান পরিবর্তনই দুর্ঘটনার মূল কারণ। বিমান রানওয়ে ছাড়ার পরেই জ্বালানির সুইচ বন্ধ হয়ে গিয়েছিল। ফলে ইঞ্জিনগুলিতে জ্বালানি সরবরাহও থেমে যায়। বিকল ইঞ্জিন নিয়ে মাঝ-আকাশে আর ভেসে থাকতে পারেনি এয়ার ইন্ডিয়ার এআই১৭১। বোয়িং সংস্থার কিছু বিমানে জ্বালানির সুইচে ত্রুটি রয়েছে বলে সাত বছর আগেই সতর্ক করেছিল আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। বলা হয়েছিল, বোয়িং ৭৩৭-এর কিছু বিমানে জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ ত্রুটিপূর্ণ ভাবে লাগানো হয়েছে। অর্থাৎ, এগুলি অনিচ্ছাকৃতভাবে সরেও যেতে পারে। তবে যেহেতু এটিকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হিসেবে ধরা হয়নি, তাই কোনও পদক্ষেপ নেওয়া হয়নি এয়ার ইন্ডিয়ার তরফে।
