আমুদরিয়া নিউজ: ছত্তিশগড়ের সুকমায় অস্ত্র-সহ আত্মসর্মপণ করলেন ২৩ মাওবাদী নেতা। জানা গিয়েছে, সুকমায় পুলিশ সুপারের অফিসে আত্মসমর্পণ করে মাওবাদীরা। পুলিশ জানিয়েছে, তাঁদের মাথার মোট দাম ছিল ১ কোটি ১৮ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণ করা মাওবাদীদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ মাওবাদী কমান্ডার রয়েছেন। এদের মধ্যে কয়েকজননের মাথার দাম ৫ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত ছিল। বস্তার এলাকায় একাধিক নাশকতামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন ওই সব মাওবাদী নেতারা। আত্মসমর্পণকারীদের মধ্যে একজন ২০১২ সালে বস্তারের তৎকালীন জেলাশাসক অ্যালেক্স পাল মেননের অপহরণের ঘটনার সঙ্গে জড়িত। শুক্রবারই নারায়ণপুর জেলায় ২২ জন জঙ্গি আত্মসমর্পণ করেন। তাঁদের মাথায় দাম ছিল ২৮ লক্ষ টাকা।
