আমুদরিয়া নিউজ: আশা ভোঁসলে প্রয়াত? শুক্রবার সাতসকালে এমন খবরে তোলপাড় পড়ে যায় নেট পাড়ায়। এ দিন সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্টে তাঁর মাল্যদত্ত ছবি শেয়ার করে দাবি করা হয়, ২০২৫ সালের ১ জুলাই প্রয়াত হয়েছেন তিনি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। গুঞ্জন ক্রমশ বাড়তেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গায়িকা-পুত্র আনন্দ ভোঁসলে। জানান, তাঁর মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। সুস্থ আছেন আশা ভোঁসলে। কিছু হয়নি তাঁর। কী ভাবে এই মৃত্যুসংবাদ ছড়াল, তিনিও জানেন না। আনন্দের বার্তায় স্বস্তির শ্বাস ফেলেন সবাই।
