আমুদরিয়া নিউজ: ভারত-ইংল্যান্ড লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে দেখা গেল এক অভিনব দৃশ্য। লর্ডস হয়ে উঠল লালে লাল। দেখা গেল লাল টুপি পরে আছেন দুই দলের ক্রিকেটাররা। মাঠকর্মী থেকে সম্প্রচারকারী চ্যানেলের কর্মীদেরও দেখা গেল লাল রঙের পোশাক পরে থাকতে। এমনকী দর্শকদেরও পরনে লাল রঙের পোশাক। কিন্তু কেন এমনটা? ১১ জুলাই দিনটিকে বলা হয় ‘রুথ স্ট্রস ফাউন্ডেশন ডে’। এই ফাউন্ডেশন তৈরি করেছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস। তাঁর স্ত্রীর নাম রুথ। ক্যানসারে প্রয়াত হয়েছেন তিনি। স্ত্রীর স্মৃতিতে এই মারণ রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি গড়ে তুলেছেন স্ট্রস। তাঁর উদ্যোগেই দ্বিতীয় দিনের ম্যাচ শুরুর আগে ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে দু’দলের ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয় ছোট্ট অনুষ্ঠান। সেখানে যোগ দেয় কয়েক জন ক্যানসার-আক্রান্ত শিশুও। জানা গিয়েছে, দু’দলের ক্রিকেটারদের ব্যবহৃত জার্সি নিলাম করা হবে। যে অর্থ পাওয়া যাবে, তা ব্যবহার করা হবে ক্যানসার-আক্রান্তদের চিকিৎসা এবং সচেতনা প্রচারে।