আমুদরিয়া নিউজ: বাংলাদেশের মহিলা আধিকারিকদের আর ‘স্যর’ বলে সম্বোধন করা যাবে না। নির্দেশিকা জারি করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের নিয়ম ছিল, তাঁকে স্যর বলে সম্বোধন করতে হবে। পরে স্যর সম্বোধনটি অন্যান্য মহিলা আধিকারিকদের জন্য কার্যকর হয়। নারী-পুরুষকে সমান অধিকার, সমান সম্মান দিতেই এই নিয়ম চালু করেছিলেন। তবে অন্তর্বর্তী সরকার সেই সিদ্ধান্ত বাতিল করে দিল। বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নোটিস দিয়ে জানানো হয়, প্রায় ১৬ বছর ধরে চলে আসা এই নিয়ম প্রত্যাহার করা হচ্ছে। মহিলা আধিকারিকদের স্যর বলে সম্বোধন করার প্রথা সামাজিক এবং প্রাতিষ্ঠানিক দুই ক্ষেত্রেই কাম্য নয়, প্রাসঙ্গিকতাও নেই। বাংলাদেশ প্রশাসনে শীর্ষপদে থাকা মহিলা আধিকারিকদের কী নামে সম্বোধন করা হবে, তা স্থির করবে একটি কমিটি। ওই কমিটি এক মাসের মধ্যে তাদের প্রস্তাব ইউনূসের উপদেষ্টা পরিষদের কাছে জমা দেবে।
