আমুদরিয়া নিউজ: বাবার হাতে খুন হলেন হরিয়ানার রাজ্যস্তরের এক টেনিস খেলোয়াড়। বৃহস্পতিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৭ এলাকায় ঘটেছে এই ঘটনা। মৃতার নাম রাধিকা যাদব। সংবাদ সূত্রে খবর গুরুগ্রামের সুশান্ত লোক ফেজ-২-এ অবস্থিত রাধিকাদের নিজস্ব বাড়িতে তার বাবা তাঁকে পরপর তিনটি গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। ঘটনার পর অভিযুক্ত দীপক যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ব্যবহৃত রিভলভারও। পুলিশ সূত্রে খবর, মেয়েকে গুলি করে খুনের কথা স্বীকার করেছেন দীপক। কেন রাধিকাকে তিনি খুন করলেন তা-ও পুলিশকে ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন গ্রামবাসীরা তাঁর মেয়ের রোজগার নিয়ে কটূক্তি করত এবং তাঁর চরিত্র নিয়েও প্রশ্ন তুলত। এই ‘অপমান’ ও চাপ সহ্য করতে না পেরেই তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন।