আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে অবশেষে পৃথিবীতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী শুভাংশু শুক্লা ও আরও তিন সহযাত্রী। নাসা জানিয়েছে আগামী ১৪ জুলাই অর্থাৎ পরের সোমবারই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে রওনা দেবেন শুভাংশুরা। ভারতীয় সময় সোমবার বিকেলে আনডকিং প্রক্রিয়া শুরু হবে। নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ এক প্রেস কনফারেন্সে বলেন, “আমরা অ্যাক্সিয়ম-৪ মিশনের গতিবিধি প্রতিমুহূর্তে পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী, ওই মিশনের আনডক করার তারিখ ১৪ জুলাই।” উল্লেখ্য, অ্যাক্সিওম-৪ মিশন গত ২৫ জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। ২৮ ঘণ্টার যাত্রার পর ড্রাগন মহাকাশযানটি পরের দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে অবতরণ করে। ৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছেন শুভাংশু। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদার্পণকারী প্রথম ভারতীয় তিনি।
