আমুদরিয়া নিউজ: বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা-র নতুন ক্রমতালিকায় সাত ধাপ নামল ভারত। বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, ১২৬ থেকে নেমে সুনীলদের বর্তমান র্যাঙ্কিং ১৩৩। গত আট বছরে এটাই ভারতীয় ফুটবলের সবচেয়ে খারাপ র্যাঙ্কিং। শেষ বার এত খারাপ ফল হয়েছিল ২০১৭ সালে। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা রয়েছে ক্রমতালিকায় সকলের উপরে। দ্বিতীয় স্থানে স্পেন। তৃতীয় স্থানে ফ্রান্স। এশিয়ার দেশগুলোর মধ্যে ফিফা ক্রমতালিকায় ২৪ নম্বর দেশ ভারত। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের মতো দেশও ভারতের উপরে রয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ হাল পাকিস্তানের। ফিফা ক্রমতালিকায় থাকা ২১০ দেশের মধ্যে তারা ২০১ নম্বরে।