আমুদরিয়া নিউজ: প্রশিক্ষণ চলাকালীন দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। তাঁদের মধ্যে একজন ভারতীয়। ঘটনাটি ঘটেছে কানাডার মানিটোবা এলাকার হার্ভস এয়ার পাইলট ট্রেনিং স্কুলে। মৃত তরুণ শ্রীহরি সুখেশ (২১) কেরলের বাসিন্দা। দুর্ঘটনায় মারা গিয়েছেন আরও একজন ছাত্র পাইলট, সাভানা মে রোয়েস (২০), যিনি কানাডার নাগরিক। জানা গিয়েছে, মৃতরা দু’জনেই পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রাথমিক অনুমান, দু’জনেই একসঙ্গে রানওয়ে ছোঁয়ার চেষ্টা করছিলেন। সেই সময়ই হয়তো তাঁরা একে অপরকে দেখতে পাননি, আর মাঝ আকাশেই ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। সুকেশের প্রয়াণে শোকপ্রকাশ করেছে কানাডার ভারতীয় কনসুলেট জেনারেল।
