আমুদরিয়া নিউজ: নিজের প্রশাসনিক সাফল্য তুলে ধরে তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ‘দ্য কেজরিওয়াল মডেল’ নামে বই লিখেছেন আম আদমি পার্টির নেতা জেসমিন শাহ। সেই বইয়ের পাঞ্জাবি অনুবাদ প্রকাশিত হয়েছে বুধবার। সেই উদ্বোধনী অনুষ্ঠানে কেজরিওয়াল বলেন, ‘দিল্লিতে যতদিন আমাদের সরকার ছিল, পদে পদে বাধা দিয়েছে। কিন্তু তার পরেও আমরা প্রচুর কাজ করেছি। উপরাজ্যপালের বাধা সত্ত্বেও যে সুশাসন এবং উন্নয়ন করে দেখিয়েছি, তার জন্যে নোবেল পুরস্কার দেওয়া উচিত।’ কেজরিওয়াল দাবি করেন, তাঁর দল স্বচ্ছতা ও সৎ প্রশাসনের মডেল তৈরি করেছে। তাঁর কথায়, “যদি কোনও সরকার দুর্নীতিগ্রস্ত হয়, তার মডেল একদিনে ভেঙে পড়ে। আমরা দুর্নীতি রুখে মানুষের টাকা বাঁচিয়ে বিনামূল্যে বিদ্যুৎ, স্কুল ও হাসপাতালের উন্নয়ন করেছি।” এদিকে কেজরিওয়ালের এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেন, “নিজের মুখে নিজেকে নোবেল দেওয়ার দাবি হাস্যকর। বরং অযোগ্যতা, বিশৃঙ্খলা ও দুর্নীতির জন্য যদি নোবেল থাকত, তবেই কেজরিওয়াল তা পেতেন।”
