আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্ট। তার ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। দলে সুযোগ পেয়েছেন তারকা পেসার জোফ্রা আর্চার। ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে আর কোনও আন্তর্জাতিক টেস্ট খেলেননি আর্চার। জশ টংয়ের পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। এজবাস্টনে ৬৩ বছরের ইতিহাসে প্রথমবার টেস্ট জিতেছে ভারতীয় দল। ৩৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়েছে শুভমানরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের সবচেয়ে বড় জয়। ইংল্যান্ডের প্রথম একাদশ— জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জফ্রা আর্চার ও শোয়েব বশির।