আমুদরিয়া নিউজ: প্রথমবার টলিউডে জুটি বাঁধছেন বনি সেনগুপ্ত ও দর্শনা বণিক। ছবির নাম ‘কেয়ার অফ এ জার্নি’। পরিচালনার দায়িত্বে প্রতীক সরকার। গল্পে এক অসমবয়সি বন্ধুত্বের ছবি ফুটে উঠবে। ছয়-সাত বছরের শিশুর জীবনের জার্নি দিয়ে শুরু হয় গল্প। ছবিতে এই শিশুর চরিত্রের নাম পাটু। মা-বাবা কেউ নেই। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে ঠাকুরমার সঙ্গে থাকে সে। বাবার খোঁজে কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে পড়ে সে। একা একাই চলে আসে অজানা-অচেনা শহরে। তবে হঠাৎই দেখা হয় বামা এবং রুমেলার সঙ্গে। এই দুই চরিত্রেই দেখা যাবে বনি এবং দর্শনাকে। এরপর গল্প কোন দিকে মোড় নেবে? সেই সব নিয়ে আসছে ‘কেয়ার অফ এ জার্নি’। ছবিতে বনি-দর্শনা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তৃষাণজিৎ চৌধুরীকে।
