আমুদরিয়া নিউজ: সম্প্রতি দিল্লিতে একটি সেমিনারে ভারতীয় সেনার ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং দাবি করেছিলেন, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে সাহায্য করেছে চিন। কিন্তু সেই দাবি নস্যাৎ করল বেজিং। রাহুলের এই দাবি প্রসঙ্গে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, “এমন কোনও তথ্য আমার জানা নেই। এটুকু বলতে পারি পাকিস্তান এবং চিন ঘনিষ্ঠ প্রতিবেশী, দীর্ঘদিনের বন্ধু। প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা কোনও তৃতীয় পক্ষকে নিশানা করি না।” গত শুক্রবার ভারতীয় সেনার শীর্ষকর্তা বলেছিলেন, অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরুদ্ধে সামনে থেকে হয়তো শুধু পাকিস্তানই লড়ছিল। কিন্তু পিছন থেকে দুটি দেশ সরাসরি পাকিস্তানকে সাহায্য করেছে। একটি চিন এবং দ্বিতীয়টি তুরস্ক। তিনি আরও দাবি করেছিলেন পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে যে অস্ত্র ব্যবহার করেছে, সেগুলির ৮১ শতাংশই চিনের সামগ্রী দিয়ে তৈরি। অস্ত্রও চিনের। আসলে পাকিস্তানের মাধ্যমে নিজেদের অস্ত্রের শক্তিপরীক্ষা করে নেয় চিন। সেই দাবি উড়িয়ে দিলেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
