আমুদরিয়া নিউজ: রেললাইন পার হওয়ার সময় স্কুলবাসে ট্রেনের ধাক্কা। এই ঘটনায় অন্তত দু’জন পড়ুয়ার মৃত্যুর খবর মিলছে। গুরুতর আহত ৪ জন ৷ মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কুড্ডালোর জেলায়। জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ সেমাঙ্গুপ্পামের কাছে একটি লেভেল ক্রসিং পার করছিল বাসটি। সে সময়ই একটি ট্রেন এসে বাসে ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় প্রায় ৫০ মিটার দূরে ছিটকে যায় বাসটি। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় বাসটি। প্রথমে স্থানীয়রা এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই দুই পড়ুয়ার মৃত্যু হয়। গাড়ির চালক-সহ মোট চারজন অত্যন্ত সংকজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে দুর্ঘটনার সময় রেলগেটটি খোলা ছিল। ঘটনার জেরে রেল বরখাস্ত করেছে সংশ্লিষ্ট রেলগেটের সেই সময় দায়িত্বে থাকা গেটকিপারকে।