আমুদরিয়া নিউজ: আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো হায়দরাবাদের একই পরিবারের ৪ জনের। সোমবার আমেরিকার ডালাসে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, নিহত দম্পতির নাম শ্রীভেঙ্কট এবং তেজস্বিনী। হায়দরাবাদের বাসিন্দা ওই দম্পতি দুই সন্তানকে নিয়ে আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর আত্মীয়দের সঙ্গে দেখা করতে গাড়ি চালিয়ে আটলান্টায় গিয়েছিল ওই পরিবার। সোমবারই ডালাসে ফিরছিলেন তাঁরা। সে সময় গ্রিন কাউন্টির কাছে রাস্তার ভুল দিক দিয়ে আসা একটি ট্রাক সরাসরি তাঁদের গাড়িতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তেজস্বিনী, শ্রীভেঙ্কট ও তাঁদের দুই সন্তানের। পুলিশ জানিয়েছে, গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ায় মৃতদেহ শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ডিএনএ নমুনা পরীক্ষার পর পরিজনদের হাতে দেহাংশ তুলে দেওয়া হবে।
