আমুদরিয়া নিউজ: নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা সোধি কান্নার। শুক্রবার ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে অভিযান চালিয়েছিল যৌথবাহিনী। ওই অভিযানেই নিহত হন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে বিজাপুরের জাতীয় উদ্যানে অভিযান চালায় যৌথবাহিনী। বাহিনীর কাছে খবর ছিল, ওই জঙ্গলে মাওবাদীদের তেলঙ্গানা রাজ্য কমিটি, জাতীয় উদ্যান কমিটি এবং পিএলজিএ-র একটি ব্যাটেলিয়নের নেতারা লুকিয়ে রয়েছেন। ওই অভিযানে গুলির লড়াইশেষে সোধির দেহ উদ্ধার করে যৌথবাহিনী। সেই সঙ্গে বেশ কিছু অস্ত্রও উদ্ধার হয়। নিহত নেতার মাথার দাম ছিল আট লক্ষ টাকা। মাওবাদীদের সশস্ত্র শাখা ‘পিপল্স লিবারেশন গেরিলা আর্মি’র (পিএলজিএ) একটি ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার ছিলেন সোধি। তেলঙ্গানায় একাধিক মাওবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন তিনি।