আমুদরিয়া নিউজ: কুখ্যাত খলিস্তানি জঙ্গি হরপ্রীত সিং ওরফে হ্যাপি পাসিয়াকে আমেরিকা থেকে ভারতে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর বর্তমানে মার্কিন জেলে বন্দি এই জঙ্গিকে প্রত্যর্পণের সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই এই জঙ্গিকে শীঘ্রই ফিরিয়ে আনবেন ভারতের তদন্তকারীরা। পাসিয়া পাঞ্জাবের বাসিন্দা। ২০১৮ সাল থেকে খলিস্তানি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। পঞ্জাবের বিভিন্ন প্রান্তে একাধিক নাশকতার ঘটনায় হ্যাপির যোগ রয়েছে বলে অভিযোগ। গত বছরে পঞ্জাবের গুরদাসপুরে গ্রেনেড হামলাতেও তাঁর নাম জড়িয়েছে। তাঁর বিরুদ্ধে সব মিলিয়ে ৩০টিরও বেশি মামলা রয়েছে ভারতে। আমেরিকা থেকেই চলত সমস্ত জঙ্গি কার্যকলাপ। চলতি বছরের জানুয়ারিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছিল, হ্যাপির খোঁজ দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। গত এপ্রিলে তাঁকে গ্রেফতার করে আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই এবং সে দেশের অভিবাসন ও শুল্ক দফতরের পুলিশ। আমেরিকাতেও একাধিক অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে হ্যাপির বিরুদ্ধে।